
টুইটার ফলোয়ার বেচাকেনার কারখানা
ফেসবুক-টুইটারসহ সামাজিক গণমাধ্যমগুলোকে নিয়ে বিতর্কের শেষ নেই। বিশ্বের নানা প্রভাবশালী দেশের নির্বাচনে এর মাধ্যমে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। তারপরও এসবের জনপ্রিয়তা কমেনি। বরং দিন দিন বেড়ে চলেছে। রাজনীতিবিদ থেকে শুরু করে খেলোয়াড়, সেলিব্রেটিরা তাদের জনপ্রিয়তার প্রমাণ দিতে ফলোয়ার (অনুসারী) ক্রয় করছেন। এরমধ্যে টুইটারও আছে।
শনিবার 'দ্য ফলোয়ার ফ্যাক্টরি' (অনুসারীদের কারখানা) শিরোনামের এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে দ্য নিউ ইয়র্ক টাইমস। এতে বলা হয়, ফলোয়ার বাড়াতে বিপুল পরিমাণ ভুয়া টুইটার অ্যাকাউন্ট পরিচালনা করে থাকে ডেভুমি নামের একটি প্রতিষ্ঠান। এসব অ্যাকাউন্ট ব্যবহার করে তারকাদের টুইটার অ্যাকাউন্টের ফলোয়ার বাড়ানোর পাশাপাশি তাদের টুইটের রিটুইট করা কিংবা লাইক দেওয়া হয়ে থাকে।
টুইটারে ফলোয়ার, রিটুইট বাড়ানোর পাশাপাশি ইউটিউবে সাবস্ক্রাইবার, ভিডিও ভিউ, শেয়ার প্রভৃতি বাড়ানোর সেবাও দ