Tag: বসন্ত এসে গেছে

বসন্ত এসে গেছে

বসন্ত এসে গেছে

‘আজি বসন্ত জাগ্রত দ্বারে’। পহেলা ফাল্গুন আজ। প্রকৃতিতেও বিরাজ করছে ফাল্গুনের আবহ। ঋতুরাজ বসন্তকে বরণ করা বাঙালির ঐতিহ্য। প্রাচীন ও মধ্যযুগের বাংলায় বসন্তবরণে ফাল্গুন মাসে বেশ কিছু লোকজ উৎসব পালিত হতো। এর অন্যতম হলো দোলযাত্রা বা বসন্ত উৎসব। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে হতো দোলযাত্রা। এর পেছনে রয়েছে বৃন্দাবনে রাধা-কৃষ্ণের ও গোপীদের আবিরখেলার পৌরাণিক কাহিনি। বৈষ্ণব ধর্মমতে, এই তিথিতে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে তার সাথিদের নিয়ে রঙ খেলায় মেতেছিলেন। দোল ও বসন্তবরণ উপলক্ষে মেলা বসত গ্রামেগঞ্জে। বাংলার বাইরে অবিভক্ত ভারতের অন্যান্য স্থানে এটি হোলি উৎসব নামে প্রচলিত ছিল। এখনো ভারতে বাংলার বাইরে হোলি এবং বাঙালি অধ্যুষিত অঞ্চলে দোল উৎসব হয়ে থাকে। বসন্তকালে রাসমেলা বা রাসযাত্রারও প্রচলন হয় মধ্যযুগে। নবদ্বীপ থেকেই রাসমেলার উৎপত্তি। এটিও মূলত বসন্তকালেই হয়ে থাকে। বাংলাদেশের খুলনাসহ বিভিন্ন অঞ্চলে রাসমেলা

সর্বশেষ সংবাদ