Tag: মেলানিয়ার হাত ধরতে গিয়ে ফের বিপত্তিতে ট্রাম্প

মেলানিয়ার হাত ধরতে গিয়ে ফের বিপত্তিতে ট্রাম্প

মেলানিয়ার হাত ধরতে গিয়ে ফের বিপত্তিতে ট্রাম্প

আবার অস্বস্তিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার বিতর্কিত মন্তব্য করে নয়। স্ত্রী মেলানিয়ার হাত ধরতে গিয়েই হল বিপত্তি। যা আগেও ঘটেছে। এবার ওহিও যাওয়ার পথে ঘটল একই কাণ্ড। বিমানে ওঠার আগে স্ত্রীর হাত ধরতে যান ট্রাম্প। কিন্তু এবার ফলস খেয়ে যান। মেলানিয়া পরেছিলেন হলুদ রংয়ের ওভারকোট। যা গলা পর্যন্ত ঢাকা ছিল। দুটো হাতই ছিল ওভারকোটের ভিতরে। ট্রাম্প চেয়েছিলেন স্ত্রীর ডান হাত ধরতে। ছবিতে দেখা যাচ্ছে স্ত্রীর ডান হাত ধরতে গিয়ে ফসকেছেন ট্রাম্প। পরে অবশ্য একসঙ্গেই বিমানে ওঠেন। সোশ্যাল মিডিয়ায় যথারীতি ছবিটি পোস্ট হওয়ার পর ভাইরাল হয়ে গেছে। হাসি-ঠাট্টায় ভরে গেছে টুইটার। এর আগে ২০১৭ সালের মে মাসে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন ট্রাম্প–মেলানিয়া। স্ত্রীর হাত যেই ধরতে যাবেন, অমনি মেলানিয়া হাত সরিয়ে নিয়েছিলেন। যে ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল হয়েছিল।‌‌

সর্বশেষ সংবাদ