Tag: সুয়ারেজ ও মেসিকেও ‘অ্যাসিস্ট’ করতে চান কুতিনহো

সুয়ারেজ ও মেসিকেও ‘অ্যাসিস্ট’ করতে চান কুতিনহো

সুয়ারেজ ও মেসিকেও ‘অ্যাসিস্ট’ করতে চান কুতিনহো

বার্সেলোনার ক্লাব ইতিহাসে রেকর্ড গড়ে ইংলিশ ক্লাব লিভারপুল থেকে ১৪৫ মিলিয়ন পাউন্ডে যোগ দিয়েছিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার ফিলিপ্পে কুতিনহো। কাতালান এ ক্লাবটিতে আসার পেছনে বড় ভূমিকা রেখেছিলেন লিভারপুলে কুতিনহোর সাবেক সতীর্থ লুইস সুয়ারেজ। যিনি এখন বার্সেলোনার আক্রমণভাগের অন্যতম অস্ত্র। উরুগুইয়ান এ স্ট্রাইকার বার্সেলোনায় কুতিনহোর জন্য বাড়িও কিনে রেখেছিলেন। দুইজনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা এমনই। তবে, সেই বন্ধুত্বের রেশ মাঠেও কাজ করে। এই যেমন বার্সেলোনার হয়ে কুতিনহোর করা প্রথম গোলটিতে বল তৈরি করে দিয়েছিলেন ৩১ বছর বয়সী এই উরুগুইয়ান স্ট্রাইকার। আর মাঠে প্রিয় বন্ধুকেও এভাবে ‘অ্যাসিস্ট’ করতে চান ২৫ বছর বয়সী এই ব্রাজিলিয়ান উইঙ্গার। শুধু সুয়ারেজই নয় মেসিকেও অ্যাসিস্ট করাতে চান কুতিনহো। সুয়ারেজের বাড়ানো ক্রস থেকে বার্সার জার্সি গায়ে নিজের প্রথম গোল পাওয়া কুতিনহো জানিয়েছেন দু’জনের সাবেক ক্লাব লিভারপ

সর্বশেষ সংবাদ